Monday, August 10, 2015

CMI

উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস ১২ শেষ করে যখন হোস্টেল ছেড়ে বাড়ি ফিরলাম | তখনও জানি না এরপর কোথায় যাব , কি নিয়ে পড়াশোনা করব , সামনের দিনগুলো কেমন হবে ! ডায়েরিতে সবাইকে দিয়ে "বিদায়ী"( বিদায় জানাবার সাথে সাথে একে অপরের জন্য কিছু কিছু লিখে দেওয়া ) লিখিয়ে , স্কুলের জামায় ওপর থেকে নিচে ভরাট করে সবাইকে দিয়ে ছবি আঁকিয়ে , বাক্স-প্যাঁটরা গুছিয়ে সব স্মৃতি সাথে করে বাড়ি ফিরেছি | এরই মধ্যে CMI(Chennai Mathematical Institute)- এর প্রবেশিকা পরীক্ষার সিট্ পড়ল সেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেরই কলেজে |
মোটামুটি আশা রেখেছিলাম যে আমি অর্ধেকের বেশি প্রশ্নের উত্তর করতে পারব না | হলোও তাই | কিন্তু তিন ঘন্টা সময় কাটাব কি করে সেটা ভেবে উঠতে পারছিলাম না | আমি চারিদিকে তাকিয়ে দেখলাম ওই হল-এ আমি একা ওরকম নেই | সবাই একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করছে | হঠাত ভাবলাম একটা কবিতা লিখে ফেললে কেমন হয় | যেমনি ভাবা তেমনি কাজ | কিন্তু পাতা ছিল না লেখার | তাই আডমিট কার্ডের পেছনেই লেখা শুরু করলাম |

কাটে না সময় শুধু পাখার আওয়াজ 
কেউ কেউ একমনে করে চলে কাজ 
চশমাটা খুলে কেউ বড় হাই তোলে 
জানালার পর্দারা একমনে দোলে 
সেদিকে তাকিয়ে থাকে উদাস দু-চোখ 
কেউ বলে - "স্যার নেই তাড়াতাড়ি টোক |"

কোশ্চেন পড়ে কেউ করে হুশহাশ 
কেউ বা গুনছে পাখি পেয়ে অবকাশ 
কেউ বা জখম পেয়ে অঙ্কের আঘাত 
টিচারের ঘুম-চোখ পেত যদি খাট 
কেউ পেন কামড়ায় কেউ আঁকে ছবি 
অঙ্ক করতে এসে কেউ হলো কবি 

কাটে না সময় চলে ঘড়ির কাঁটা 
স্তব্ধ সবার মুখে কুলুপ আটা 
অসহ্য গরম এখন ক্লান্ত সবাই 
ঘন্টা জানালো - শেষ হলো CMI ||


No comments:

Post a Comment