Sunday, August 9, 2015

যাওয়া - আসা


চল আজ তোকে একটা নতুন জায়গায় নিয়ে যাব-
যেখানে আমার শৈশবের কয়েকটা বছর কাটিয়েছি 
আসলে হঠাত্ আজ তোকে দেখেই
মনে পড়ে গেল আমার ছেলেবেলার কথা 
জানিস, সেখানে একটা বড় বটগাছ ছিল !
আর আমরা,
বটগাছের ঝুরিগুলোকে বেঁধে দোলনা মত বানিয়ে 
তাতে চেপেই খেলা করতাম
এখনকার মত তখন তো আর পার্ক ছিল না
আর যত রাজ্যের পাখি
সব মনে হয় ওই গাছেই আশ্রয় নিয়েছিল |
আর দেখতাম ,
যত বুড়োদের আড্ডা , ওই গাছতলাতেই..
পাশে একটা চায়ের দোকানও ছিল |

চল চল ,
আজ বরঞ্চ ওখান থেকেই একটু বেরিয়ে আসি 
চায়ের দোকানটা থাকলে একটু চা খাওয়াও হবে |

দুজনের মনেই কৌতুহল , তবে আলাদা ধরনের 
একজনের কৌতুহল নতুন একটা জায়গা দেখার, যেখানে 
তার বাবার ছেলেবেলা কেটেছে ;
আর একজনের কৌতুহল 
সে কি আবার তার শৈশবকে ফিরে পাবে !

কিন্তু বটগাছটা গেল কোথায় !!
এতো আর 'মানুষ-জানোয়ার' নয়, যে উবে যাবে !

চল, ওই পাশের চায়ের দোকানটা তো আছে 
ওখানেই জিজ্ঞাসা করি |

-- আচ্ছা দাদা, এখানে যে একটা খুব বড় বটগাছ ছিল,
সেটা কোথায় ? আমি কি পথ ভুল করেছি ?
-- না না , এই যে বড় বাড়িটা দেখছেন 
এইখানেই তো ছিল,
বিশ বছর হয়ে গেল - ওই গাছটা কেটে ফেলে এই বাড়িটা
ওর জায়গা দখল করেছে |

ওহ, আমার তবে ভুল হয়েছে ,
কিন্তু চোখের ভুল নয়, বোঝার ভুল 
সত্যিই, কত স্মৃতি জড়িয়ে ছিল এখানে 
কিন্তু মানুষের নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠায় -
একটা গাছ তো কখনই বাধা হয়ে দাঁড়াতে পারে না !
একটা কেন, স-অ-ব বাধাকেই সে দুরে সরিয়ে দিতে চায় |

কিন্তু আমার বিশ্বাস-
একদিন এই শৈশব আবার ফিরে আসবেই 
হয়তো তখন আমি থাকব না 
থাকবে আমার শৈশব 
কারো যৌবন , কারো বার্ধক্য 
চা খাওয়া আর হলো না 
বাড়িতেই ফিরে এলাম |

কয়েকবছর পর,
একদিন সন্ধ্যাবেলা ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরছিলাম |
চারিদিকে আঁধার নেমে গেছে 
হঠাত্ আমার শৈশব এর দখল নেওয়া বাড়িটায় 
চোখ পড়তেই দেখলাম -
বাড়িটার বাইরের দেয়াল থেকে সিমেন্ট বালি
খসে খসে পড়েছে 
যেন গাছের কষ্টটা তাকেই অনুভব করতে হচ্ছে 
কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বাড়িটাকে |

রাত বাড়ছে 
আর বেশিক্ষণ নয়
ওই বাড়ির রাতও শেষ হয়ে যাবে 
ভোর আসতে বেশী দেরী নেই 
আর বাড়ির দেয়ালে আমি 
ভোরের আলোটা দেখতে পেলাম 
দেখলাম,
ইট-বালির কংক্রিট ফাটিয়ে 
ছোট্ট একটা বট এর চারা মাথা তুলেছে |

নিশ্চিন্ত মনে ভাবলাম 
দোকানটা তো এখনও খোলা আছে 
এক কাপ চা খাওয়া যেতে পারে ||

No comments:

Post a Comment