Tuesday, August 11, 2015

কালবোশেখী

ভর দুপুরে ঘুম ভাঙ্গে যেই তড়াক করে উঠি
ঝড় উঠেছে তাই বলে সব করছে ছোটাছুটি
কারোর হাতে ঝুড়ি কেউ ছোট থলে হাতে
পড়বে ঝরে আম লিচু সব কুড়িয়ে নেবে তাতে 
ছোট্ট শিশু ছুট্টে চলে হাতের মুঠোই ভরসা
মেঘ ছেয়েছে কালবোশেখীর এ যেন সেই বর্ষা 
বাঁশ ঝাড়টা এপাশ ওপাশ পেন্ডুলামের মত
দুলছে তারা হাওয়ার সাথে আনন্দ তার কত !!
মাঝিরা সব নৌকোগুলো ভিড়িয়ে নিলে ঘাটে
জাল গুটিয়ে জেলের দল ছুট লাগালো বাটে
বাবুই পাখির বাসাগুলো তালগাছেতে লেগে
হালকা তবু উড়ছে নাকো বইছে হওয়া বেগে
শাড়ি কাপড় তুলতে গিয়ে গিন্নি হলো পাগল 
একটা তারই মাটির ওপর বিছিয়ে শুয়ে ছাগল 
হঠাত্ করে বৃষ্টি এলো ছেয়ে মুষলধারে
বাচ্চা সাথে হাঁসগুলো সব ঢুকলো ছুটে ঘরে ||

2 comments: