Saturday, August 15, 2015

নরেন্দ্রপুর জীবন


মাঝে মাঝেই পুরনো কথা মনে পড়লে ফিরে যেতে ইচ্ছে করে সেখানে | কিন্তু যখন সে উপায় থাকে না, তখন অন্যভাবেই ফিরে দেখি, সকলকে দেখাই আমাদের এক সুতোই গাঁথা জীবনশৈলী - যার একটা নাম আছে নরেন্দ্রপুর | 


|| নরেন্দ্রপুর জীবন ||

নরেন্দ্রপুর বাবা মায়ের স্বপ্ন দেখার ঘর,
ছোট বড় থাকে সাথে কেউ নয় যে পর |
নরেন্দ্রপুর অন্য জগৎ নতুন জীবন শুরু,
একই সাথে কান্না-হাসি ছাত্র-শিক্ষাগুরু |

নরেন্দ্রপুর প্রথম গেলে বিদ্যার্থী ব্রত,
নতুন গীতা,নতুন ধুতি, পাঞ্জাবিটা ছোট |
নরেন্দ্রপুর ফুলের বাগান ফুলের ঝুরি হাতে,
দশটা মানেই নিভলো বাতি ঘুমিয়ে পড়া রাতে |


নরেন্দ্রপুর প্রথম প্রথম প্রণাম করার ঘটা,
বয়সটুকু বাড়লে খানিক ঝোপে ঝাড়ে ছোটা |
নরেন্দ্রপুর সকাল সন্ধে দুবার পূজা পাঠ,
ফুটবল আর ক্রিকেট খেলা সবুজ ঘাসের মাঠ |


নরেন্দ্রপুর কানে বাজে "উসুল করে খাবি"
হরেকরকম খাবার এমন আর কি কোথাও পাবি !
নরেন্দ্রপুর আম কাঁঠাল আর জামরুলের সারি,
চটি হাতে জামরুল নয় আর একপাটি পাড়ি |


নরেন্দ্রপুর পুকুরধারে বাঁশবাগানের ভূত,
ফুলে ভরা রঙিন বাগান নেইকো মালীর খুঁত |
নরেন্দ্রপুর স্কুলের পাশে রাজহংসের ডাক,
খরগোশ, মাছ, কচ্ছপ আর নানা পাখির ঝাঁক |


নরেন্দ্রপুর রাতের বেলা গোল্ঘরেতে ঘন্টা,
পড়লে মনে মায়ের কথা কেঁদে ওঠে মনটা |
নরেন্দ্রপুর শয়তানিতে আছে সাজা-শাস্তি !
মারটি খেলে রাতের বেলা বরাদ্দ যে মিষ্টি |


নরেন্দ্রপুর নটা দশে আসেম্বলি হল,
দেরী মানে নীল ডাউন দুষ্টু ছেলের দল |
নরেন্দ্রপুর বৃষ্টি দিনে কিটো পড়ে স্কুল,
বিকেল হলেই জল কাদাতে ফুটবলে মশগুল |


নরেন্দ্রপুর স্টাডি টাইম রিক্সা বাজায় ভেপু ,
পেনটি হাতে ছোটা শুরু বিচ্ছু থেকে ডেপো |
নরেন্দ্রপুর পেটখারাপে রুগীর ঝোলের থালা,
পেটের ব্যথায় ক্রেপ ব্যান্ডেজ এ যে ভীষণ জ্বালা |

....to be continued


No comments:

Post a Comment