Tuesday, August 11, 2015

তোমার সাথে

তোমায় নিয়ে পদ্য লিখব, তোমায় নিয়ে গল্প
মনে ধরি ভালবাসা 'লেখা'টাতে অল্প
তোমায় আমি গান শোনাব, আধুনিক আর রবি
খাতায় কেটো আঁকিবুকি মনে এঁকো ছবি
তোমার সাথে ঘুরে ঘুরে চষব কলকাতা
বৃষ্টি দিনে বৃষ্টি ভেজা রোদের দিনে ছাতা
তোমার সাথে কফি হাউস প্লেট ভরা চাউমিন
দু পা হেঁটে ব্যথায় তোমার পা করে চিনচিন
তোমার সাথে কুমোরটুলি, পুজো তোমার সাথে
মেলায় গিয়ে আড়াই প্যাঁচের জিলিপিটা হাতে
তোমার সাথে ময়দানেতে লেবু চা এর কাপ
সময় আর ভালবাসার রাখছি নাকো মাপ
তোমার সাথে সিমেট্রি আর কলেজ স্ট্রিটের মোড়
লুকোচুরি থাকবে আর খুলবো হাজার দোর

তোমার সাথে গানের লড়াই, আর যত সব খেলা 
তোমার সাথেই ঘর সাজানো,গড়িয়ে যে যায় বেলা
তোমার সাথেই সন্ধ্যাপ্রদীপ , আরতির ধুনো ধূপ 
চোখে চোখে চেয়ে থাকি, মুখটি করে চুপ |
তোমার সাথে গল্পে মাতি হয় না কথা শেষ 
বেশ মনে হয় তুমিই যেন "সব পেয়েছির দেশ" |

No comments:

Post a Comment