Thursday, April 18, 2024

 সতর্কীকরণ : এখানে বর্ণিত সমস্ত স্থান, কাল ও পাত্র সম্পূর্ণ কাল্পনিক। কোনরকম

সাদৃশ্য পেলে, তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়।

_____________________________________________________________

------------------------------------------------------------------------
|| বেচুবাবু ||
------------------------------------------------------------------------
"বন্ধু-বান্ধব সদলবলে চলে আসুন লাইনে
চৌমাথা তে আসতে হবে, তারপরেতে ডাইনে। "
বিজ্ঞাপনের প্রদর্শনী'র ভীষণ আকর্ষণে
স্মৃতি রোমন্থন হয়ে যাক সব বাঙালীর মনে।
খাবার দাবার প্রসাধনী সবার বিজ্ঞাপন
সেকাল-একাল বাঁধিয়ে রাখা - দেওয়াল, ঘরের কোণ,
টেবিল জুড়ে সাজিয়ে রাখা, নিজের লেখা বই
পংক্তিভোজন সত্যিই ভালো, শেষ পাতে "টক দই" !
অটোগ্রাফটা চাইতে হবেই, লাগলো বেজায় ভালো
ডায়েরি নিয়ে গেলাম কাছে, সঙ্গে কলম কালো !
চশমা চোখে প্রশ্ন এলো "তুমি কি এসব জমাও?"
শুরুর দিকে রেগে গেলেও, করে দিলেন ক্ষমাও।
অমায়িক এই ব্যবহারে, ধন্য হলাম আমি
"আসল কথা - সইটা আমার একটুখানি দামী ।
দেখো কেমন বই লিখেছি!", ধরিয়ে দিলেন হাতে।
"পড়লে কিন্তু মজা পাবে, সকাল-দুপুর-রাতে !
সই করে দি, মূল্য দেবে - দুশো টাকা মাত্র
বইটা কিন্তু ফ্রী, কারণ এখন তুমি ছাত্র। "
______________________________________________________________
--------------------------------------------------------------------------------------------------------

[১৫ই এপ্রিল , ২০২৪]



4 comments: