Wednesday, December 27, 2023

অন্যমনস্ক

নিয়মিত ল্যাবরেটরির কাজের ফাঁকে আমরা কয়েকজন বন্ধু মাঝে মধ্যেই চা-কফির আড্ডায় জমায়েত হই । কখনও CCD র পেছনের ক্যান্টিন , বা অ্যাকাডেমিক ক্যান্টিন ।  একেকদিন এর পেমেন্ট এক একজন করি। আমরা বলতে আমি, কিংশুক, বিধায়ক, অভিদীপ, ঋতমা, অর্নেশ আর তনয়। সেদিন গিয়েছি  CCD র পাশের ক্যান্টিনে । কথা হচ্ছিল বসন্ত বিলাপ সিনেমা নিয়ে । বিধায়ক গল্প করতে করতেই অন্যমনস্ক হয়ে পেমেন্ট করতে গিয়ে এক গন্ডগোল বাঁধায় , যা সামলে উঠতে আরও মাসদুয়েক লেগেছিল, অনেকের যৌথ উদ্যোগে। টানা দু মাস সেই ক্যান্টিনে সিঙ্গাড়া, বাজে চা আর কচুরী খেয়ে আমরা বিধায়ককে সে যাত্রা বাঁচিয়ে নিয়েছিলাম। সেই গল্পই নিচে বলছি । 




বিকেল হলেই কফির টানে আড্ডা দিতে ছুটি 
পড়াশোনা সব ভুলে যাই, এক জাগা তে জুটি,
রাজনীতি বা খেলাধূলা, নয়তো ভ্রমণকথা 
কেউ থাকে চুপ, কারো মনে - ব্যর্থ প্রেমের ব্যথা!

এমনই এক দিনে,
চা-সিগারেট কিনে,
মোরা কয়জন গল্পেতে মশগুল!
প্রেমিক ছেলের মন,
কাঁদলো কিছুক্ষণ,
তাইতো সেদিন করলে বড় ভুল!

 হয়েছে যা বলি শুনুন, প্রেমিক ছেলের কথা 
খানিক দূরেই দেখতে পেল, দাঁড়িয়ে "মনের ব্যথা"
চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে চোখ টেপা তার হাসি 
- "তোরা দাঁড়া আমি শুধু একটু ঘুরে আসি"
বলেই ছেলে পা বাড়িয়ে ফিরে দাঁড়ায় থমকে 
ভ্যাবলা হয়ে আমরা সবাই, দূরে তাকায় চমকে!

"আজকে আমিই খাওয়াই তোদের,
ষাট টাকা তো নাকি?
অনেক কথা জমে আছে, 
তাকেই বলা বাকি!" 

অনলাইনে পেমেন্ট দেবে, সে কী মেজাজ রাজার!
তাড়াহুড়োই শূন্য বেড়ে, দিলেন ছয়-হাজার!

No comments:

Post a Comment