Thursday, April 18, 2024

 সতর্কীকরণ : এখানে বর্ণিত সমস্ত স্থান, কাল ও পাত্র সম্পূর্ণ কাল্পনিক। কোনরকম

সাদৃশ্য পেলে, তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়।

_____________________________________________________________

------------------------------------------------------------------------
|| বেচুবাবু ||
------------------------------------------------------------------------
"বন্ধু-বান্ধব সদলবলে চলে আসুন লাইনে
চৌমাথা তে আসতে হবে, তারপরেতে ডাইনে। "
বিজ্ঞাপনের প্রদর্শনী'র ভীষণ আকর্ষণে
স্মৃতি রোমন্থন হয়ে যাক সব বাঙালীর মনে।
খাবার দাবার প্রসাধনী সবার বিজ্ঞাপন
সেকাল-একাল বাঁধিয়ে রাখা - দেওয়াল, ঘরের কোণ,
টেবিল জুড়ে সাজিয়ে রাখা, নিজের লেখা বই
পংক্তিভোজন সত্যিই ভালো, শেষ পাতে "টক দই" !
অটোগ্রাফটা চাইতে হবেই, লাগলো বেজায় ভালো
ডায়েরি নিয়ে গেলাম কাছে, সঙ্গে কলম কালো !
চশমা চোখে প্রশ্ন এলো "তুমি কি এসব জমাও?"
শুরুর দিকে রেগে গেলেও, করে দিলেন ক্ষমাও।
অমায়িক এই ব্যবহারে, ধন্য হলাম আমি
"আসল কথা - সইটা আমার একটুখানি দামী ।
দেখো কেমন বই লিখেছি!", ধরিয়ে দিলেন হাতে।
"পড়লে কিন্তু মজা পাবে, সকাল-দুপুর-রাতে !
সই করে দি, মূল্য দেবে - দুশো টাকা মাত্র
বইটা কিন্তু ফ্রী, কারণ এখন তুমি ছাত্র। "
______________________________________________________________
--------------------------------------------------------------------------------------------------------

[১৫ই এপ্রিল , ২০২৪]



Wednesday, December 27, 2023

অন্যমনস্ক

নিয়মিত ল্যাবরেটরির কাজের ফাঁকে আমরা কয়েকজন বন্ধু মাঝে মধ্যেই চা-কফির আড্ডায় জমায়েত হই । কখনও CCD র পেছনের ক্যান্টিন , বা অ্যাকাডেমিক ক্যান্টিন ।  একেকদিন এর পেমেন্ট এক একজন করি। আমরা বলতে আমি, কিংশুক, বিধায়ক, অভিদীপ, ঋতমা, অর্নেশ আর তনয়। সেদিন গিয়েছি  CCD র পাশের ক্যান্টিনে । কথা হচ্ছিল বসন্ত বিলাপ সিনেমা নিয়ে । বিধায়ক গল্প করতে করতেই অন্যমনস্ক হয়ে পেমেন্ট করতে গিয়ে এক গন্ডগোল বাঁধায় , যা সামলে উঠতে আরও মাসদুয়েক লেগেছিল, অনেকের যৌথ উদ্যোগে। টানা দু মাস সেই ক্যান্টিনে সিঙ্গাড়া, বাজে চা আর কচুরী খেয়ে আমরা বিধায়ককে সে যাত্রা বাঁচিয়ে নিয়েছিলাম। সেই গল্পই নিচে বলছি । 




বিকেল হলেই কফির টানে আড্ডা দিতে ছুটি 
পড়াশোনা সব ভুলে যাই, এক জাগা তে জুটি,
রাজনীতি বা খেলাধূলা, নয়তো ভ্রমণকথা 
কেউ থাকে চুপ, কারো মনে - ব্যর্থ প্রেমের ব্যথা!

এমনই এক দিনে,
চা-সিগারেট কিনে,
মোরা কয়জন গল্পেতে মশগুল!
প্রেমিক ছেলের মন,
কাঁদলো কিছুক্ষণ,
তাইতো সেদিন করলে বড় ভুল!

 হয়েছে যা বলি শুনুন, প্রেমিক ছেলের কথা 
খানিক দূরেই দেখতে পেল, দাঁড়িয়ে "মনের ব্যথা"
চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে চোখ টেপা তার হাসি 
- "তোরা দাঁড়া আমি শুধু একটু ঘুরে আসি"
বলেই ছেলে পা বাড়িয়ে ফিরে দাঁড়ায় থমকে 
ভ্যাবলা হয়ে আমরা সবাই, দূরে তাকায় চমকে!

"আজকে আমিই খাওয়াই তোদের,
ষাট টাকা তো নাকি?
অনেক কথা জমে আছে, 
তাকেই বলা বাকি!" 

অনলাইনে পেমেন্ট দেবে, সে কী মেজাজ রাজার!
তাড়াহুড়োই শূন্য বেড়ে, দিলেন ছয়-হাজার!

Monday, October 29, 2018

রোগমুক্তি

মস্ত বাড়ি, ভর্তি লোকে , যৌথ পরিবার
তিনতলাতে একলা বুড়ি, কেউ নিল না ভার
দিনে রাতে দুবেলাতে খাবার দিতে আসে
ভালোবেসে ডাকলে পরেও কেউ বসে না পাশে |

কাজের মাসি দেখতে পেলে , খাবার দিতে এসে
মুখ থুবড়ে লুটোয় বুড়ি এলোমেলো বেশে
খবর যেতেই গোটা বাড়ির সবাই হুলুস্থূল
কী যে হলো বুড়ির, কেউ পায় না ভেবে কূল
বড় ছেলে দলিল খোঁজে, ডেকে আনে মোক্তার
পূজোর মাঝে একী বিপদ, ছুটে এলেন ডাক্তার
নাড়ি টিপে বললে যে সে, চোখে মোটা কাঁচ
আয়ু যে তাঁর ফুরিয়ে এলো, ঠিক করেছি আঁচ |

বাড়ে আদর, যত্ন সেবা, ওষুধ নিয়ম মতো
বুড়ির জন্য ভালবাসা উপচে পরে কতো
বুড়ি এবার বায়না করে পাড়ার পুজোয় যাবার
দেখবে চেখে অল্প করে, হরেক রকম খাবার
আটপৌরে শাড়ি পড়ে, চলল পুজোয় পাড়ায়
আহ্লাদে "চার কুড়ি" তখন কুড়ির ভিড়ে দাঁড়ায় !

ভিড়ের মাঝে ভিড় ঠেলে সে খেল পূজোর ভোগ
বললে বুড়ি - "এবার আমার সেরে গেছে রোগ |"

মনে মনে ভাবলে - পুজোয় রাখবে আমায় বন্দী !
আমি মানুষ সরল হলেও, কেমন ছিল ফন্দি !

Monday, October 8, 2018

সহোদর

শোনো, একটা গল্প বলি,  তারা দু'ভাই-বোন
আকার আছে, প্রকার আছে, জলের মতো মন |

বিপদেরই গন্ধ পেলে, মিলবে তাদের দেখা
কখনো হাত ধরে, কখনও বা একা |

ভাঁড়ার ঘরের শূন্যতাতেও সদাই প্রস্তুত
ভোজবাড়িতে শুরুর পাতে তারাই দেবদূত

দশাবতার বললে, তাদের বলা হবে কম
যেমনভাবে চাইবে পেতে, রূপ নেবে মোক্ষম

যে পোশাকে সাজিয়ে দেবে হবে মানানসই
তাদের বাড়ি যেথায়, সেথা, সূর্যের আলো কই ?

তবু তাদের রূপের ছটায় আর সকলে ম্লান
মন্দ লোকের কটু কথায়, বন্ধ তাদের কান |

কপাল যদি পোড়ে তবু কী এসে যায় তাতে
ভালোবেসে টানবে মানুষ, খাবে একই পাতে !

যুগে যুগে তাদের পেয়ে. মানুষ বড়ই সুখী
ভাইয়ের নামটি যতি  আর বোনটি চন্দ্রমুখী ||


Monday, February 22, 2016

অন্য ঘুম

নতুন একটা ঘুম ঘিরে ধরে 
রাত আগলে পৌঁছে যাই ভোর 
এই স্বপ্ন না দিনের না রাতের 
সর্বদা মজে থাকি বিভোর ||

এ ঘুমে ঘুমিয়ে পড়ি যতো 
ততোই যেন জড়িয়ে আসে চোখ 
স্বপ্ন যদি ভাঙে কোনভাবে 
তবে আমায় ঘিরে ধরে শোক ||

এ ঘুমে লাগে না পালঙ্ক 
চায় না কোনো ঘুমের ওষুধ 
এ শুধু ভেসে ভেসে চলা 
এই স্বপ্নে হয়ে থাকি বুঁদ ||

এ ঘুম জড়ায় না ক্লান্তিতে 
এ ঘুমে লাগে না পাশবালিশ 
এ স্বপ্নে যতোই কাটুক সময় 
কখনো জমবে নাকো নালিশ ||

এ ঘুম পুরনো হয় না
এ ঘুমের ঘটে না ব্যাঘাত 
এ স্বপ্ন ভাঙা জোড়া যায় 
এ স্বপ্নে চরিত্র-সংখ্যা সাত ||

এ ঘুম অভিনয়ের দেশ 
বাঁশিতে সরোদে হোক বা সেতারে 
এ স্বপ্ন নতুন স্বপ্ন দেখায় 
এ স্বপ্ন তরঙ্গে রয় বেতারে ||

এ ঘুম কতখানি ভালবাসার 
এই ঘুমে কতো জীবন রাঙে 
এ স্বপ্ন সুরে তালে বাঁধা 
আমার এ ঘুম যেন না ভাঙে ||


_______________________________________________________________________