Monday, October 8, 2018

সহোদর

শোনো, একটা গল্প বলি,  তারা দু'ভাই-বোন
আকার আছে, প্রকার আছে, জলের মতো মন |

বিপদেরই গন্ধ পেলে, মিলবে তাদের দেখা
কখনো হাত ধরে, কখনও বা একা |

ভাঁড়ার ঘরের শূন্যতাতেও সদাই প্রস্তুত
ভোজবাড়িতে শুরুর পাতে তারাই দেবদূত

দশাবতার বললে, তাদের বলা হবে কম
যেমনভাবে চাইবে পেতে, রূপ নেবে মোক্ষম

যে পোশাকে সাজিয়ে দেবে হবে মানানসই
তাদের বাড়ি যেথায়, সেথা, সূর্যের আলো কই ?

তবু তাদের রূপের ছটায় আর সকলে ম্লান
মন্দ লোকের কটু কথায়, বন্ধ তাদের কান |

কপাল যদি পোড়ে তবু কী এসে যায় তাতে
ভালোবেসে টানবে মানুষ, খাবে একই পাতে !

যুগে যুগে তাদের পেয়ে. মানুষ বড়ই সুখী
ভাইয়ের নামটি যতি  আর বোনটি চন্দ্রমুখী ||


3 comments: