Monday, February 22, 2016

অন্য ঘুম

নতুন একটা ঘুম ঘিরে ধরে 
রাত আগলে পৌঁছে যাই ভোর 
এই স্বপ্ন না দিনের না রাতের 
সর্বদা মজে থাকি বিভোর ||

এ ঘুমে ঘুমিয়ে পড়ি যতো 
ততোই যেন জড়িয়ে আসে চোখ 
স্বপ্ন যদি ভাঙে কোনভাবে 
তবে আমায় ঘিরে ধরে শোক ||

এ ঘুমে লাগে না পালঙ্ক 
চায় না কোনো ঘুমের ওষুধ 
এ শুধু ভেসে ভেসে চলা 
এই স্বপ্নে হয়ে থাকি বুঁদ ||

এ ঘুম জড়ায় না ক্লান্তিতে 
এ ঘুমে লাগে না পাশবালিশ 
এ স্বপ্নে যতোই কাটুক সময় 
কখনো জমবে নাকো নালিশ ||

এ ঘুম পুরনো হয় না
এ ঘুমের ঘটে না ব্যাঘাত 
এ স্বপ্ন ভাঙা জোড়া যায় 
এ স্বপ্নে চরিত্র-সংখ্যা সাত ||

এ ঘুম অভিনয়ের দেশ 
বাঁশিতে সরোদে হোক বা সেতারে 
এ স্বপ্ন নতুন স্বপ্ন দেখায় 
এ স্বপ্ন তরঙ্গে রয় বেতারে ||

এ ঘুম কতখানি ভালবাসার 
এই ঘুমে কতো জীবন রাঙে 
এ স্বপ্ন সুরে তালে বাঁধা 
আমার এ ঘুম যেন না ভাঙে ||


_______________________________________________________________________

No comments:

Post a Comment