Tuesday, October 6, 2015

চিঠি-কান্ড

সরকারী চাকুরি, পদবীও তাই 
ছেলে তার বড় ভালো, কোনো জ্বালা নাই 
পড়াশোনা করে ভালো, বেয়াদবি নেই
ভর্তি হয়েছে সে নরেন্দ্রপুরেতেই 
মাসে মাসে দুটো দিনে, দেখার সময় 
তাতেও মায়ের মনে দ্বিধা রয়ে যায় 
ছেলে যেন পড়াশোনা করে ঠিকমতো
চিন্তায় কাটে দিন এখনো সে ছোট
হপ্তায় খান দুই চিঠি দেওয়া চাই
একখান বাবাকে, একখান মা'য় 
চলছিল বেশ ভালো আনন্দে থাকা 
শয়তানি বুদ্ধিতে মাথা তার ঢাকা 
ভিসিটিং-এ একদিন খেল বেশ বকা 
দুষ্টুমি কী এক করেছে যে খোকা 
সোমবারে বসে বসে লিখল সে পত্র
হাসপাতালেতে সে গেড়েছে যে ছত্র 
বাড়ি বয়ে এলো চিঠি শুক্কুরবারে 
বাবার কপালে চোখ চিঠিখানা পড়ে 
ভবনের মহারাজে করলেন ফোন
জিঘালেন ছেলে তার আছে সে কেমন 
মহারাজ অবাক হয়ে - "কিছু হয়নি তো তার ?"
দিব্যি আছে সে ছেলে হুল্লোড়ে মাতোয়ার 
মনে মনে বেশ রেগে ফোন রাখলেন
"ঠিক আছে তো ছেলে আমার?",মা যে শুধোলেন 
বললেন বাবা - ছেলে হয়েছে কি গুণী !
কি লিখেছে চিঠিতে সে তাই আগে শুনি
ছেলে তার শিখেছে যে শয়তানি কথা 
লিখেছিল চিঠিতে কিডনিতে ব্যথা |
_________________________________________________

2 comments:

  1. Kobitar sthe kobir jiboner mil ache .... Karin kobi r o thik oi kobitar cheletir motoi shoitani buddhi mathai...kintu kobir baba ki jane adou cheler mathar bod buddhir kotha?? Tini to bhaben "chele amr boddo bhalo..hobe mosto officer"... :p

    ReplyDelete
    Replies
    1. ha tai mil khaniktai bote..buddhi ache..kaje lage na..officer hobe hoyto..kintu kotokhani mosto seta ekta chintar bapar..:P

      Delete