Tuesday, October 6, 2015

আনমনা

সেদিন যখন বিকেল বেড়ে আঁধার গেল ছেয়ে
আমি তখন গেলেম আমার নীল সরণী বেয়ে
সে পথ গেছে কোথায় সুদূর নেই যে তাহার শেষ
দুপাশ তারই যায় না দেখা শুকনো পাতার দেশ
অন্ধ হয়ে চলছি ছুটে শুনছি কারই সুর
বাড়ছে আঁধার বাড়ছে সে টান সুর যে সুমধুর
গন্ধ আসে মন মাতানো কেমন যেন চেনা
ঠিক চিনেছি এর সাথে তো আমার লেনাদেনা
বিধঁলে কাঁটা পায়ের তলে ক্লান্তি এসে ধরে
গন্ধ হলো তীব্র, সে সুর থামল পথের পরে
নরম শীতল শান্ত প্রলেপ নামলে এসে শিরে
ফিরে এলো রং-এর খাতা আঁধার গেল সরে |

No comments:

Post a Comment