Monday, February 22, 2016

অন্য ঘুম

নতুন একটা ঘুম ঘিরে ধরে 
রাত আগলে পৌঁছে যাই ভোর 
এই স্বপ্ন না দিনের না রাতের 
সর্বদা মজে থাকি বিভোর ||

এ ঘুমে ঘুমিয়ে পড়ি যতো 
ততোই যেন জড়িয়ে আসে চোখ 
স্বপ্ন যদি ভাঙে কোনভাবে 
তবে আমায় ঘিরে ধরে শোক ||

এ ঘুমে লাগে না পালঙ্ক 
চায় না কোনো ঘুমের ওষুধ 
এ শুধু ভেসে ভেসে চলা 
এই স্বপ্নে হয়ে থাকি বুঁদ ||

এ ঘুম জড়ায় না ক্লান্তিতে 
এ ঘুমে লাগে না পাশবালিশ 
এ স্বপ্নে যতোই কাটুক সময় 
কখনো জমবে নাকো নালিশ ||

এ ঘুম পুরনো হয় না
এ ঘুমের ঘটে না ব্যাঘাত 
এ স্বপ্ন ভাঙা জোড়া যায় 
এ স্বপ্নে চরিত্র-সংখ্যা সাত ||

এ ঘুম অভিনয়ের দেশ 
বাঁশিতে সরোদে হোক বা সেতারে 
এ স্বপ্ন নতুন স্বপ্ন দেখায় 
এ স্বপ্ন তরঙ্গে রয় বেতারে ||

এ ঘুম কতখানি ভালবাসার 
এই ঘুমে কতো জীবন রাঙে 
এ স্বপ্ন সুরে তালে বাঁধা 
আমার এ ঘুম যেন না ভাঙে ||


_______________________________________________________________________

Tuesday, February 9, 2016

পারস্পরিক

কলকাতা স্বপ্ন দেখে লন্ডনের মাটি
সারা দেহ ঢেকে যাবে বরফের গুঁড়ো
প্রবাসে যে বাঙালিরা গেড়েছেন ঘাঁটি
দুরবিনে হাতড়ান বইমেলার চুড়ো |

আশায় বাঁচে চাষা

এক বিঘে খন্ড জমি পুকুরের পাশে
পুকুরে জল নেই আছে শুধু পাঁক
কৃষকের মন নেই লাঙল আর চাষ-এ
কেউ বুঝি শোনে না বিধাতার ডাক |