Tuesday, September 15, 2015

সোঁদা মাটির গন্ধ

তখন সবে বেরিয়েছি যে পরীক্ষা হল ছেড়ে
বাইরে আঁধার ঘনঘটা মেঘ এসেছে তেড়ে 
হাওয়ার সাথে তাল ঠুকে সে উঠছে ভীষণ নেচে 
পেখম মেলে পথের মাঝে ময়ূর হেঁটে গেছে 
সবাই তখন আনন্দেতে করছে গুঞ্জন 
বৃষ্টি এবার আসবে ঝেঁপে ভিজবে তনু-মন 

ঘরে ফিরি পা চালিয়ে ভিজব দুহাত ভরে
উড়ছে ধূলো উড়ছে পাতা সমীরণের ঘোরে 
দু এক ফোঁটা ততক্ষণে ঝরা হলো শুরু 
বাজের তখন ভীষণ দাপট বুকটা দুরু দুরু 
কেউ বা ছাতা খুলল ভেবে ভিজবে না সে জলে 
ঝোড়ো হাওয়া ওড়ালো সে ছাতা নিজের বল-এ 

ভিজব বলে ঘর থেকে বেরিয়েছি যেমনি 
মেঘ যে গেল সরে, দিয়ে ভীষণ কাঁপুনি  
অবাক চোখে চেয়ে দেখি মেঘ পালালো ছুটে 
মিঠে রোদের হাসি আবার উঠলো মুখে ফুটে  
তারপরেতে বৃষ্টি-বাতাস সবই হলো বন্ধ 
পাওনা বলতে একটুখানি সোঁদা মাটির গন্ধ ||


ছবি : হোস্টেল ১ , আই. আই. টি. কানপুর

আমার খুব পছন্দের গান রইলো |

4 comments:

  1. Kobita ta age porashni....khub sundor Kore lekha...r chobitao khub sundor...r gacher tolata Aro sundor :*

    ReplyDelete
    Replies
    1. bristita hole aro seta sobcheye sundor hoto mone hoy..sundor hoyeche kina bujhini kibhabe porai..oho naamta?

      Delete
  2. Replies
    1. এবার বর্ষা নয় | শীত আসছে | তার আগে অবশ্য পুজো |

      Delete