Saturday, September 26, 2015

লোডশেডিং

ছুটির দিনে ছেলেরা সব 
ভলি খেলায় মগ্ন
বাজলে পরে সাতটা সাড়ে 
শুরু খাওয়ার লগ্ন ||

খিদের চোটে ছুটল সবাই 
ভিড় বাড়ালো মেস-এ 
নিরামিষে আলুর ঘ্যাঁট আর 
রুটি-ডাল একপেশে || 

আমিষেতে ডেকচি ভরা 
বিরিয়ানি দেখে 
কেউ বা বলে ঠোঁটটা চেটে 
একটু দেখি চেখে ||

শুরু হলো চেচামেচি  
মাংস নাকি ছোট 
 কারো হাতে একটা থালা 
কারো হাতে দুটো ||

হঠাত হলো অন্ধকার 
দেদার ছোটাছুটি 
যাচ্ছে না যে কিছুই দেখা 
চলছে ভাজা রুটি ||

মোমবাতিটা জ্বালিয়ে পরে
চক্ষু ছানাবড়া  
বিরিয়ানি আছে পড়ে
মাংসগুলো ছাড়া !

উৎস : গুগল ইমেজস 

Friday, September 18, 2015

স্বপ্ন

নতুন আলাপ নতুন কথা 
নতুন লাগে সব 
নতুনভাবে বাঁচতে চেয়ে
উঠলো ফুটে রব ||

ভোরের আলো নতুন রঙে 
নতুনভাবে আসে
এক মুহূর্ত চলবে না যে 
খুব থাকা চায় পাশে ||

কথা দিয়ে বুনে ফেলে
কথার মায়াজাল 
গুনগুনিয়ে গানের সুরে 
করছে হরতাল ||

ভারাক্রান্ত মনের কথা 
বেরোয় একে একে 
নতুন চোখে সত্যি ভেবে 
অবাক চোখে দেখে ||

ঘুম ভেঙ্গে যায় চমকে উঠে 
ঝোড়ো হাওয়া বয় 
চোখের পাতা ভিজলো খানিক 
পাশ ফিরে সে শোয় ||

Tuesday, September 15, 2015

সোঁদা মাটির গন্ধ

তখন সবে বেরিয়েছি যে পরীক্ষা হল ছেড়ে
বাইরে আঁধার ঘনঘটা মেঘ এসেছে তেড়ে 
হাওয়ার সাথে তাল ঠুকে সে উঠছে ভীষণ নেচে 
পেখম মেলে পথের মাঝে ময়ূর হেঁটে গেছে 
সবাই তখন আনন্দেতে করছে গুঞ্জন 
বৃষ্টি এবার আসবে ঝেঁপে ভিজবে তনু-মন 

ঘরে ফিরি পা চালিয়ে ভিজব দুহাত ভরে
উড়ছে ধূলো উড়ছে পাতা সমীরণের ঘোরে 
দু এক ফোঁটা ততক্ষণে ঝরা হলো শুরু 
বাজের তখন ভীষণ দাপট বুকটা দুরু দুরু 
কেউ বা ছাতা খুলল ভেবে ভিজবে না সে জলে 
ঝোড়ো হাওয়া ওড়ালো সে ছাতা নিজের বল-এ 

ভিজব বলে ঘর থেকে বেরিয়েছি যেমনি 
মেঘ যে গেল সরে, দিয়ে ভীষণ কাঁপুনি  
অবাক চোখে চেয়ে দেখি মেঘ পালালো ছুটে 
মিঠে রোদের হাসি আবার উঠলো মুখে ফুটে  
তারপরেতে বৃষ্টি-বাতাস সবই হলো বন্ধ 
পাওনা বলতে একটুখানি সোঁদা মাটির গন্ধ ||


ছবি : হোস্টেল ১ , আই. আই. টি. কানপুর

আমার খুব পছন্দের গান রইলো |

কিছু শব্দ

কিছু শব্দ ভালবাসায় ভরা 
কিছু শব্দ হৃদয় দিয়ে বাঁধে 
কিছু শব্দ বারে বারে পড়া
কিছু শব্দ চোখের জলে কাঁদে ||

কিছু শব্দ বোঝায় অনেক কথা
কিছু শব্দ সবার মুখে মুখে
কিছু শব্দে প্রাণের শত ব্যথা 
কিছু শব্দ কান্নাভেজা চোখে ||

কিছু শব্দ সিলিং থেকে ঝোলে 
কিছু শব্দ অন্ধকারের কোণে
কিছু শব্দ মনের যে দ্বার খোলে
কিছু শব্দ আটকে থাকে ফোনে ||

কিছু শব্দে চিঠি চালাচালি 
কিছু শব্দে নতুন জীবনদান 
কিছু শব্দে ভরে পাতার ডালি 
কিছু শব্দ জেগে ওঠে প্রাণ ||

কিছু শব্দ সবার জন্য নয় 
কিছু শব্দে আঁতকে ওঠে বুক 
কিছু শব্দে মনের মাঝে ভয় 
কিছু শব্দে মনে পড়ে মুখ ||

কিছু শব্দ প্রিয়জনের মাঝে 
কিছু শব্দ স্বপ্নে আসে ফিরে
কিছু শব্দ প্রিয়জনে খোঁজে
কিছু শব্দ ঢেউ জাগায় তীরে ||

কিছু শব্দ ফিরিয়ে নিতে চায় 
কিছু শব্দে ওলটপালট মন 
কিছু শব্দে থাকবে না যে সায় 
কিছু শব্দ চাইছে মনের কোণ ||

Sunday, September 13, 2015

মামণির জন্মদিন

মামণির জন্মদিনে রইলো অনেক শুভেচ্ছা আর ছোট্ট নিবেদন:
পাকামির জন্য আমার ডাকনাম হয়েছে "জেঠু" |



মায়ের হাসি ভালোবাসি 
ভালোবাসি খেতে
মায়ের মত মামণিও 
আছে আঁচল পেতে |

দেখা হলে বলবে হেসে
হংস-বাবু কই
হংস-জেঠুর কঠোর জবাব 
পড়ছি বসে বই |

তোমার জন্য রেঁধেছি যে 
চিংড়ি মালাইকারী 
চিকেন আছে, পোলাও আছে 
বিরিয়ানির হাঁড়ি |

দিদিভাই পাশেই দাঁড়ায় 
চেয়ে থাকে পাতে 
বলে বাবু পেট খারাপে
ছুটবে গাড়ু হাতে |

মামণি তাই ধমকে ওঠে 
ও কি ও কি বাবু 
বাড়ি গিয়ে খুব পেটাবো 
খাবে দুধ-সাবু |

পাশে থেকে অভিরুদা 
ধমকে উঠে বলে
দুধ-সাবু নয় ,দুধ-সাবু নয় 
পেট ভরাবে জল-এ |